ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সারাদেশে ১৫ শ’ কিলোমিটার সড়ক-মহাসড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বর্তমানে সড়কের নির্মাণ ব্যয় ৩০ ভাগ বেশি। খরচ কমাতে ইতোমধ্যে রিভিউ কমিটি গঠন করা হয়।
আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা এই সিদ্ধান্ত জানান।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, খারাপ রাস্তার কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, এজন্য দুঃখ প্রকাশ করছি। বর্ষা শেষ হলে রাস্তা সংস্কার শুরু হবে। সংস্কার কাজ সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শেষ হবে। শুধু খোয়া ফেলে দিয়ে দায়সারাভাবে এসব রাস্তার সংস্কার হবে না।
তিনি আরও বলেন, রাস্তা নির্মাণ খরচ কমানোর জন্য রিভিউ কমিটি করা হয়েছে। তবে গুণগত মান রক্ষা করা হবে। যেসব রাস্তা পানি কিংবা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়, সংস্কারের সময় সেসব রাস্তা কংক্রিটের করার চেষ্টা হবে।
উপদেষ্টা বলেন, শৃঙ্খলা ফেরাতে পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে। এর ফলে সড়কে যানবাহন কমে গেলে প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। গাড়ি আমদানি নীতিতে কিছু সংস্কার আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে।
তিনি আরও বলেন, অটোরিকশা বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়। এটা বন্ধে ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। বহির্বিশ্বের কথা ভাবলে অটোরিকশা এভাবে চলতে দেওয়া উচিত নয়। কিন্তু তাদের বিকল্প কর্মসংস্থানের কথাও ভাবতে হবে।
উপদেষ্টা বলেন, আমরা তো বিকল্প কর্মসংস্থান দিতে পারছি না। প্রত্যেক অটোরিকশার পেছনে একটা পরিবার আছে। সেই পরিবারের জীবন ধারণ কিন্তু এটা দিয়ে হয়। আজ যদি আমি এখান থেকে বলি কাল থেকে কোনো অটোরিকশা চলতে দেওয়া হবে না, যদি ব্যবস্থা নিতে শুরু করে আমাদের পুলিশ থেকে; তাহলে কতজন চালক রাস্তায় নেমে আসবে। এরপরে রাস্তায় কি আদৌ কেউ চলাচল করতে পারবে?