সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে প্রধান অভিযুক্তদের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার (২৯ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমাদের শহীদদের পরিবার, স্বজন এবং ভিকটিমদের আবেগ ও বিচারের দাবি যেমন গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হয়, তেমনি বিচারিক প্রক্রিয়ায় আইন, আন্তর্জাতিক মানদণ্ড এবং আসামিদের অধিকারও সমানভাবে বজায় রাখতে হয়। এসব দিক বিবেচনায় নিয়ে যে সময় যুক্তিসঙ্গতভাবে প্রয়োজন, তা আমরা নিয়েছি এবং নিচ্ছি। তবে এর মানে এই নয় যে, এ বিচার দীর্ঘ বছর ধরে চলবে।
তিনি বলেন, বিচারপ্রক্রিয়া যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি জুলাই গণহত্যায় জড়িত শীর্ষ কমান্ডারদেরসহ একটি বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।
তাজুল ইসলাম বলেন, অনেক সময় বিচারপ্রক্রিয়ার বাইরে থাকা বা বিচার সম্পর্কে প্রযুক্তিগত জ্ঞান না থাকা ব্যক্তিরা অনেক কিছুই না বুঝে আবেগ থেকে নানা মন্তব্য করেন। যেমন কেউ কেউ বলেন- এক বছর হয়ে গেল, এখনো কোনো রায় হয়নি, আপনারা আসলে করছেন কী? আমরা বুঝি, এসব মন্তব্য আবেগপ্রবণতা থেকে আসে। তবে বিষয়টি হলো, কোনো বিচার- বিশেষ করে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের মতো জটিল মামলার বিচার এমন দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়। এর জন্য সময়, পদ্ধতি ও আন্তর্জাতিক মান রক্ষা করেই অগ্রসর হতে হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেন, মোবাইল কোর্ট যেভাবে দ্রুত বিচার করতে পারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে তা সম্ভব নয়। এই আদালতের জন্য একটি নির্ধারিত বিচারপ্রক্রিয়া রয়েছে, যা আমাদের অনুসরণ করতেই হয়। আমরা সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করেছি এবং কোর্টের সবকিছু স্বাভাবিক হতে নভেম্বর পর্যন্ত সময় লেগেছে। এর পর মাত্র কয়েক মাসের ব্যবধানে- ছয় মাসেরও কম সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথম তদন্ত প্রতিবেদন দিতে সক্ষম হয়েছে, যা একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
তিনি বলেন, আপনাদের এটা মনে রাখতে হবে, তদন্ত সংস্থায় যেসব কর্মকর্তারা কাজ করছেন, তারা পুলিশ বাহিনী থেকে এলেও কেউই স্বৈরাচারী শাসনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং তাদের অনেকেই সে সময় বঞ্চিত ছিলেন, কেউ ওএসডি ছিলেন, কেউ বা বদলি হয়ে বান্দরবানে অবস্থান করতেন। সেই প্রেক্ষাপট থেকেই বাছাই করে আমাদের তদন্ত কর্মকর্তাদের নিয়োগ দিতে হয়েছে। তবে আরও একটি বড় চ্যালেঞ্জ হলো- তারা মূলত সাধারণ ফৌজদারি মামলার তদন্তে অভ্যস্ত। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় যে অপরাধগুলো তদন্ত করা হয়, তা স্বাভাবিক অপরাধের চেয়ে একেবারে ভিন্ন। এসব অপরাধের ধরন, উপাদান, এবং বিচারপ্রক্রিয়া- সবই সাধারণ মামলার তুলনায় অনেক জটিল ও ভিন্নতর।
তিনি আরও বলেন, আমাদের প্রথম তদন্ত রিপোর্ট ছয় মাসের কম সময় আমরা পেয়েছি। এই মুহূর্তে চারটা মামলার বিচার কার্যক্রম চলছে। আপনারা অনেকেই বলেন, বিচার দৃশ্যমান দেখি না। বিচার দৃশ্যমান। চারটা মামলার ওপেন বিচার চলছে। আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী ৩ আগস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। সিলেক্টিভ ওয়েতে শেখ হাসিনার মামলার সাক্ষী দেওয়ার জন্য ১০ কোটি লোক আছে। সবার সাক্ষী আমরা নেব না। আমরা সবচাইতে এই অপরাধ প্রমাণের জন্য যেসব সাক্ষীর দরকার তাদেরকেই সিলেক্ট করেছি। সেখান থেকে যারা বেস্ট উইটনেস, তাদেরকে দিয়েই আমরা মামলাটা প্রমাণ করব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। এ সময় একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব রুহুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।