ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : এমআরটি পুলিশ সদস্যদের হাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি চলছে। তবে এরমধ্যেও মেট্রোরেলের স্বাভাবিক চলাচল অব্যাহত আছে।
সোমবার (১৭ মার্চ) সকাল থেকে ডিএমটিসিএল কর্মীরা হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে কর্মবিরতি পালন করছেন।
সকালে মেট্রোরেলের বিভিন্ন স্টেশন ঘুরে দেখা যায় ডিএমটিসিএল কর্মীরা কর্মবিরতি পালন করছেন।
এরআগে, রবিবার দিবাগত রাতে (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ডিএমটিসিএলের কর্মকর্তা ও কর্মচারীরা।