ছবি সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সাংবাদিক আজমল হোসেন খাদেম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজমল খাদেমের মেয়ে কিমিয়া আকসির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আজ বাদ জোহর বনানী মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে আজমল খাদেমকে দাফন করা হবে বলে জানান তার মেয়ে।
আজমল হোসেন খাদেম ১৯৯৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হন। তিনি জাতীয় প্রেস ক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্য ছিলেন।
আজমল হোসেন খাদেম দীর্ঘদিন বাংলার বাণী পত্রিকায় কাজ করেন। পাশাপাশি রেডিও বাংলাদেশের সংবাদ পর্যালোচনা ভিত্তিক কথিকা ‘সংবাদ প্রবাহ’ গ্রন্থনা করে খ্যাতি অর্জন করেন।