সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের কেউই নির্বাচন নিয়ে কোনও রোডম্যাপের কথা বলছেন না। অথচ ঠিকমতো কাজ করলে এক বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র ভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ আয়োজিত ‘গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথ নকশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঠিকমতো কাজ করলে এক বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কোনও রোডম্যাপের কথা বলছেন না। আর্মি প্রধান একটা বলে, আসিফ নজরুল, সাখাওয়াত সাহেব আর একটা বলে। যথাযথ সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। ঠিকমতো কাজ করলে এক বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব।
ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি যখন বলি তখন একটা রোডম্যাপ দিতে হবে। অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনও দৃশ্যমান অগ্রগতি নেই বলেও মন্তব্য করেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই, আগস্টের গণঅভ্যুত্থানে মানুষের চেতনার যে উন্মেষ আমরা দেখেছি, তা অভূতপূর্ব। তবে সেই অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনও দৃশ্যমান অগ্রগতি নেই। সংস্কারের এখন কি পরিস্থিতি? চারমাসে সংস্কার কতটুকু এগিয়েছে? আমি দেখি না। সংস্কার মানে গুণগত রূপান্তর। সামনে যে সময় আছে তাতে কতটুকু করবেন?
রাষ্ট্রভাবনার প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারওয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সাবেক সচিব আবু আলম শহিদ খান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রমুখ।