ছবি সংগৃহীত
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ২ টায় সদর উপজেলার রুহিয়া রামনাথ হাটের এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবজির অভিযোগ এনে দবিরুল ইসলাম এমপিকে প্রধান আসামী করে ২৮ জনের নাম উল্লেখ্য করে আদালতে একটি মামলা দায়ের করে। সেই মামলায় সাবেক এই এমপিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার হয় দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজন।