ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৭টার দিকে ফরিদপুর সদরের বাইতুল আমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সেই যুবকের আনুমানিক বয়স ২৬ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুরের ওপর দিয়ে ভাঙ্গা যাচ্ছিলো একটি ট্রেন। এসময় ওই ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত পরিচয়ের এক যুবক। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।