ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুরের ট্রাক চাপায় জসিম উদ্দিন (২২) নামে প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। আজ ভোর রাতে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন যুবক জসিম মহেশপুর উপজেলার জিন্নাহনগর এলাকায় চলাফেরা করতেন। ভোরে ওই স্থান দিয়ে যাওয়া একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় জসিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়।
এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত করার জন্য চেষ্টা চলছে।