ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর ও পিকআপের সংঘর্ষে প্রতাপ সরকার (২১) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ সকাল ৬টার দিকে উপজেলার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের মল্লিকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টরচালক প্রতাপ সরকার (২১) সাপাহার উপজেলা সদরের তুড়িপাড়া গ্রামের সুধা সরকারের ছেলে।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের মল্লিকপুর নামক স্থানে নওগাঁগামী একটি পিকাপ এবং সাপাহারগামী একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টরচালক প্রতাপ সরকারকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু মরদেহ পার্শ্ববর্তী থানার স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে তাই পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়টি সেই থানার দায়িত্বে। নিহতের পরিবার যদি মামলা করতে আসে তাহলে এ থানায় মামলা নেওয়া হবে।