ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শনিবার দিবাগত রাতে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের এক মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুইজনের মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শনিবার রাতে নাহিদ ও সুইট মিলে মোটরসাইকেল যোগে রঘুনাথপুর গ্রাম থেকে ব্যক্তিগত কাজ সেরে পুরাতন বাস্তবপুর গ্রামের দিকে ফিরছিলেন। পথিমধ্যে পুরাতন বাস্তবপুর গ্রামের এক মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে দুইজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনই মারা যায়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।