ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় বালুবাহী ট্রাকে করে পাচারকালে ১২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
আজ র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন— নড়াইলেন সোহাগ শেখ (৩৯), একই জেলার আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১) ও সাগর মিয়া (২০)।
র্যাব কর্মকর্তা বলেন, গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানা সংলগ্ন ঢাকা বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৪ কেজি গাঁজা, নগদ টাকাসহ মাদক কারবারি সোহাগ শেখ, আকাশ ও সাগর মিয়াকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কিনে নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় মাদক পাইকারিদের কাছে সরবরাহ করেন। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতারদের থানায় হস্তান্তর করা হয়েছে।