ফাইল ছবি
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতদের মধ্যে দুজন চালক ও এক যাত্রী রয়েছেন।
আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের কমরপুর এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের যদুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাসচালক আব্দুল করিমের (৪৫) পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে ধানবোঝাই একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিল। একই সময় ঢাকা থেকে একটি বাস যাচ্ছিল পঞ্চগড়। পথে বীরগঞ্জ হাসপাতাল এলাকার যদুর মোড়ে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ও বাসচালক এবং এক যাত্রীর মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি জানান, খবর পেয়ে দিনাজপুর, বীরগঞ্জ এবং ঠাকুরগাঁও থেকে ফায়ার সার্ভিস এসে উদ্ধার তৎপরতা চালায়।