ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় মো. ইসলাম (৫০) নামে এক অটোভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এ সময় অপর একজন গুরুতর আহত হন।
আজ ভোর ৬টার দিকে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি অটোভ্যান যাত্রী নিয়ে সালামপুর থেকে লালপুর যাচ্ছিল। এ সময় উপজেলার কচুয়া বাজারে অটোভ্যান পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানটির যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। তখন ইসলাম নামে এক যাত্রী ঘটনাস্থলে মারা যায় । এ সময় স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞাত ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।