ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫- টেলিযোগাযোগখাতেঅসামান্য অবদান ও উৎকর্ষতার স্বীকৃতিহিসেবে‘বিবিআরকর্পোরেটঅ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিতহয়েছেরবিআজিয়াটাপিএলসি। মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রতিষ্ঠানটির দক্ষতা ও ধারাবাহিকঅগ্রগতিরপ্রতিফলন।
সম্প্রতিচট্টগ্রামবিশ্ববিদ্যালয়েরব্যবসায়প্রশাসন অনুষদেরব্যুরো অব বিজনেসরিসার্চ (বিবিআর) আয়োজিতআন্তর্জাতিক সম্মেলন “দ্য ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজিঅ্যান্ডসাসটেইনেবিলিটি”অনুষ্ঠানেপুরস্কারটিপ্রদান করা হয়।
চট্টগ্রামেরর্যাডিসনব্লুহোটেলবে ভিউতেআয়োজিত এই সম্মেলন ও পুরস্কার বিতরণীঅনুষ্ঠানেপ্রধানঅতিথি ছিলেনবাণিজ্য উপদেষ্টাশেখবশিরউদ্দীন। রবিরসিনিয়ররিজিওনাল হেড (চট্টগ্রাম নর্থ) মো.ইফতেখারুলআলম‘বিবিআরকর্পোরেটঅ্যাওয়ার্ড ২০২৫’ পুরস্কার গ্রহণকরেন। অনুষ্ঠানেআরওউপস্থিত ছিলেনচট্টগ্রামবিশ্ববিদ্যালয়েরউপাচার্যঅধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার।