কক্সবাজার টেকনাফের হোয়াইক্যংয়ে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে টেকনাফ মডেল থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক যায়েদ হাসানের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হোয়াইক্যং কুতুবদিয়াপাড়ার আবদুন নবী আব্দুস শুক্কুর ও তার দুই ছেলে হারুন ও ফারুককে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ফতারকৃত তিন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।