কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ ভোরে উপজেলার হোয়াইক্যং ইউপি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের বাসিন্দা আলী জোহারের ছেলে আব্দুল্লাহ ও একই ক্যাম্পের বাসিন্দা ইউসুফের ছেলে ইয়াকুব।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অভিযান চালান এপিবিএনের সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করলে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।