আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ ” টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে র্্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অফিস আয়োজিত সচেতন নাগরিক কমিটি( সনাক) ও মধুপুর এনজিও ফোরামের সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি র্্যালী উপজেলা চত্তর হতে বের হয়ে মধুপুর শহীদস্মৃতি মোড় হয়ে পূনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়।র্্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপস্হিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিরগন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গারো নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করে।
Facebook Comments Box