টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ওয়ান’ এর ম্যাচ মানেই অনিশ্চয়তা। বৃষ্টির বাঁধায় মাঠেই গড়াচ্ছে না এই গ্রুপের বেশিরভাগ ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হচ্ছে দলগুলোর।
বিশ্বকাপের মূল পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে এই গ্রুপের দুই দল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে নামছে দল দুটি। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরিতে জর্জরিত শ্রীলঙ্কা একাদশে এসেছে একটি নতুন মুখ। অপরদিকে নিউজিল্যান্ড একাদশে মার্ক চ্যাপম্যানের জায়গায় ডাক পেয়েছেন ডেরিল মিচেল।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কার একাদশ
কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।