মনিরুজ্জামান মনির, জেলা প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে হঠাৎ করে বেড়ে গেছে অনুপ্রবেশ ও অবৈধভাবে সীমান্ত পারাপার। গত তিনদিনে আটক করা হয়েছেন ৫১ জন। এর মধ্যে অধিকাংশ নারী ও শিশু। ভারত থেকে অনুপ্রবেশের দায়ে ১৮ই জানুয়ারী ২২ইল (মঙ্গলবার) মহেশপুর মাটিলা বিওপির শূন্য লাইন হতে ঠিক একশত গজ ভেতরে মাটিলা মাঠ থেকে মহেশপুর ২১ জনকে আটক করে বিজিবি। এর মধ্যে ১২ জন নারী ও ৫ জন শিশু। আটককৃতদের অধিকাংশই সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায়। গত ১৫ই জানুয়ারী (শনিবার) মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির শূন্য লাইন থেকে ৫০ গজ ভেতরে কানাইডাঙ্গা গ্রামের মেহগনী বাগান থেকে ৪ জন নারী, ৫ শিশুসহ সর্বমোট ২২ জনকে আটক করে বিজিবি। তারা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
গত (১৪ই জানুয়ারী) শুক্রবারেও সামন্তা বিওপির বাশবাড়িয়া থেকে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করা হয়। ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, আটককৃত সবার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box