সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ বিমল (৫০) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১ লা মার্চ ) দুপুর প্রায় ২ টায় জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পুরাতন বাজারের দক্ষিণ পাশে আমবাগানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিমল হলেন আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মৃত প্রতাপ চৌহানের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এক প্রেস রিলিজে তথ্য নিশ্চিত করে বলেন,
উক্ত আসামে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box