ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। গ্রেফতারকৃতরা হচ্ছে মামলার প্রধান আসামী শাহীন ও তার সহযোগি তামিম। তাদের শনিবার রাতেডাকা ও ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়।
রবিবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং করেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। তিনি জানান, রাজনৈতিক কারণে নয় পেয়ারা বাগানের দ্বন্দ্বের কারণে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ সুপার আরও জানান, নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি শাহিন। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় ১৮ ডিসেম্বর মাসুদ রানার পিতা বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে।