ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ।
আজ সকাল ৭টার দিকে গোবিন্দ হালদারের জালে গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে। তিনি মাছটি ২ হাজার টাকা কেজি দরে ৪১ হাজার ৪০০ বিক্রি করেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পদ্মা ও যমুনার মোহনায় মাঝে মাঝে বড় আকৃতির মাছ পাওয়া যায়। সোমবার সকালে গোবিন্দ হালদাদের জালে বড় কাতলা মাছটি ধরা পড়ে। পরে মুঠোফোনে মাছটি বিক্রির জন্য যোগাযোগ করেন তিনি। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৪১ হাজার ৪০০ টাকায় ২০ কেজি ৭০০ গ্রাম ওজনের ওই মাছটি ক্রয় করেন।
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় মাছের চাহিদা ব্যাপক। আমি সকাল ৯টার দিকে গোবিন্দ হালদারের কাছ থেকে ২০ কেজি ৭০০ গ্রাম ওজনের কাতল মাছটি ক্রয় করছি। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। সামান্য লাভে মাছটি বিক্রি করে দিব।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা বলেন, পদ্মা যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি আছে। যে কারণে পদ্মা ও যমুনার মোহনায় এলাকায় মাছ বেশি থাকে। এখানে পানির গভীরতা বেশি থাকায় বড় বড় মাছ সেখানে বিচরণ করে। বড় আকৃতির কাতল মাছ প্রাপ্তির বিষয়টি মৎস্য বিভাগের জন্য ভালো সংবাদ।