বাইজিদ আহাম্মেদ : নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন পলাশ থানার এ এসআই রেহান আহমেদ । নরসিংদী জেলা পুলিশের বিশেষ কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার নরসিংদী পুলিশ লাইন্স ড্রীল শেডে জেলা পুলিশ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় নরসিংদী জেলা পুলিশের মধ্যে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন এ এসআই রেহান আহমেদ। নরসিংদী পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।
এসআই রেহান আহমেদ এর হাতে জেলা শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা স্মারক তুলে দেন। পুলিশ সুপার বক্তব্য বলেন সকল পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক।
কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, তাই অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।