ফাইল ছবি
অনলাইন ডেস্ক : এমন কিছু অ্যাপ আছে যেগুলো ফোনে ভাইরাস ছড়ায়, ফোন স্লো করে দেয়। আবার কিছু অ্যাপ আছে যেগুলো দ্রুত ফোনের চার্জ শেষ করে ফেলে। আপনি হয়তো খেয়াল করেছেন, একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ দেখে ফোন কিছুক্ষণ রেখে দিলে পরে যখন আবার স্ক্রিন খুলছেন তখন চার্জের পরিমাণ কমে গেছে। এর কারণ, আপনি স্মার্টফোনটির স্ক্রিন অফ করার পরও কিছু অ্যাপ আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে আপনার ফোনের চার্জ শেষ হতে থাকে।
আসুন এমন কয়েকটি অ্যাপের সম্পর্কে জেনে নেওয়া যাক-
ইনস্টাগ্রাম : সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে এটি একটি অন্যতম জনপ্রিয় ইনস্টাগ্রাম। সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষও এই ইনস্টাগ্রাম ব্যবহার করছেন। তবে জানেন কি, এই অ্যাপটি কিন্তু আপনার ফোনের ব্যাটারির খরচ বাড়িয়ে দেয় অনেক বেশি।
ফেসবুক : সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। শুধু সময় কাটানো নয়, আয়ের অন্যতম প্ল্যাটফরমও এখন ফেসবুক। অ্যাপটি ব্যবহারেও চার্জ কমে যায়। অনেকের মোবাইলে সারা দিন ফেসবুক চলে। তাদের ব্যাটারি খরচও অনেক বেশি।
স্ন্যাপচ্যাট : তরুণ প্রজন্মের কাছে স্ন্যাপচ্যাট খুবই জনপ্রিয় একটি অ্যাপ। স্ন্যাপচ্যাট হতে পারে হোয়াটস অ্যাপের অন্যতম একটি বিকল্প মেসেজিং অ্যাপ। এই সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপেও ব্যাটারির খরচ বেশি।
ছবির মাধ্যমে মেসেজিং চ্যাট করে থাকেন তারাও স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারেন। স্ন্যাপচ্যাটের মাধ্যমে আপনি গ্রুপ চ্যাট, ভয়েস কল, গ্রুপ ভয়েস কল করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ : নিরাপদে মেসেজিংয়ের জন্য এই অ্যাপের বিকল্প নেই। এই অ্যাপ ব্যবহার করেন না, এ রকম মানুষও কমই রয়েছেন। কিন্তু এই অ্যাপ চললে ব্যাটারিও দ্রুত শেষ হয়।
ফিটবিট : অনেকেই এই ফিটনেস অ্যাপ ব্যবহার করেন। এই অ্যাপ ব্যাটারির যম। ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ চলতে থাকলে হু হু করে ব্যাটারি খরচ হয়।
উবার : ব্যাটারি খরচের নিরিখে উবরও তালিকার ওপরের দিকেই রয়েছে। যখন তখন যে কোনো জায়গায় যেতে এই অ্যাপ থেকে সহজেই গাড়ি মেলে। তবে এতে আপনার ফোনের ব্যাটারি খরচ করে অপকারও করছে।
স্কাইপি : স্কাইপি হচ্ছে মাইক্রোসফটের অন্যতম একটি সেরা বিজনেস চ্যাটঅ্যাপ। স্কাইপির মাধ্যমে আপনি অনেক বেশি পরিমাণে ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন। কিন্তু জনপ্রিয় এই অ্যাপও ব্যাটারি খরচ করে বেশি।
এয়ারবিএনবি : হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বাইরের দেশে বেশ জনপ্রিয় এই অ্যাপটি। আপনি যদি এই অ্যাপটির ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে ব্যাটারির প্রতি আপানাকে আলাদা নজর তো দিতেই হবে।
বাম্বল : ডেটিং অ্যাপ হিসাবে জনপ্রিয়তা বাড়ছে বাম্বলের। কিন্তু ডেটিংয়ে সঙ্গীকে খুঁজে পান বা না পান, আপনার স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমিয়ে দেয় এই অ্যাপ। সূএ: বাংলাদেশ প্রতিদিন