মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন’ এর আওতায় চলচ্চিত্র নির্মাণ শীর্ষক প্রেস ব্রিফিং এ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, ডিজিটাল ওরাল হিস্ট্রি হিসেবে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য নেয়া হবে। আহতদের বক্তব্য ধারণ করা হবে। যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে না পারে। এর মাধ্যমে ফ্যাসিস্ট বিরোধী দেয়াল নির্মাণ করা হবে।
তিনি আরও জানান, জুলাই বিপ্লবকে ধারন করতে ৮ বিভাগের চলচ্চিত্রকারদের নিয়ে ৮টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করা হবে। এজন্য নির্বাচিত ৮ পরিচালকদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।