ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রসিকিউশনের আবেদনের পরিপেক্ষিত এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে, গত ১৪ নভেম্বর হত্যা মামলায় চকবাজার থানা পুলিশের একটি দল গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। তার আগে গত ১ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান স্বৈরাচার শেখ হাসিনা। দুই দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যদের। এর মধ্যে ঢাকার সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হন সোলায়মান সেলিম।
স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর গত পহেলা সেপ্টেম্বর লালবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেফতার হন সোলায়মানের বাবা হাজী সেলিম। ২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজী সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী না হলে ভোট করে আসনটি নিজের করে নেন তারই জ্যেষ্ঠ পুত্র সোলায়মান।