সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জুলাই কেন অনিবার্য হয়ে উঠেছিল এবং কী ঘটেছিল, তা নিয়ে ১০টি পোস্টার এঁকেছেন অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশীষ চক্রবর্তী।‘শাপলা ম্যাসাকার’ আজ তার তৃতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এটি প্রচার করা হয়।
এতে বলা হয়েছে, জুলাই-২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশীষ চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন।
জুলাই মাসজুড়ে ধারাবাহিকভাবে এসব পোস্টার প্রকাশ করা হবে। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।