সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠকদের নেতৃত্বে আসতে যাচ্ছে নতুন একটি ছাত্রসংগঠন। শিগগিরই আত্মপ্রকাশ ঘটবে সংগঠনটির। তবে ‘স্টুডেন্ট ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ছাত্র-নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্রসংগঠনের মূল থিম।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। নতুন সংগঠনে যারা যোগ দেবেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে আসবেন বলেও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সমন্বয়ক আব্দুল কাদের, তাহমীদ আল মোদ্দাসির চৌধুরী, রিফাত রশীদ, রাফিয়া রেহনুমা হৃদি, হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ আহসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ ও সহ-সমন্বয়ক মহিউদ্দিন প্রমুখ।
আবু বাকের মজুমদার জানান, আগামীকাল এবং পরশু শিক্ষার্থীদের জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ অনলাইনে এবং আগামীকাল অফলাইনে কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল এলাকা, মোকাররম ভবন এলাকা, কলাভবন, ব্যবসা শিক্ষা অনুষদ এলাকা, মোতাহার ভবন এলাকায় এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, সারাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসায় কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও বলেন, আমাদের ছাত্র সংগঠন লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন হবে না। নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা হচ্ছে। তার সঙ্গে এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সংগঠনের নেতৃত্ব প্রক্রিয়ার অংশ হিসেবে ‘বটম টু টপ’ থেকে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচন করা হবে। সংগঠনের আর্থিক বিষয় অভ্যন্তরীণ চাঁদা দেওয়ার মাধ্যমে পরিচালিত হবে।