ছবি সংগৃহীত
গুগল এবার জিমেইলের ওয়েব সংস্করণে কম্পিউটার থেকেও স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লেখার সুবিধা চালু করেছে। স্মার্টফোনের মতো কম্পিউটারেও এখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জেমিনি চ্যাটবট ব্যবহার করে জিমেইল ব্যবহারকারীরা দ্রুত ই-মেইল তৈরি করতে পারবেন। নতুন এ সুবিধা ‘হেল্প মি রাইট’ নামে যুক্ত হয়েছে, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দ্রুত প্রয়োজনীয় ই-মেইল লিখতে সহায়তা করবে।
গুগলের মতে, জিমেইলের ওয়েব সংস্করণে হেল্প মি রাইট ফিচারটি সরাসরি ই-মেইল কম্পোজ উইন্ডো থেকেই ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা জেমিনির সাহায্যে লেখা ই-মেইল প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করতে এবং অতিরিক্ত তথ্য যোগ করতে পারবেন। এতে করে কর্মব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ ই-মেইল পাঠানো সহজ হবে। প্রাথমিকভাবে এ সুবিধাটি অর্থের বিনিময়ে জিমেইল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে, তাই বর্তমানে এটি সবার জন্য সহজলভ্য নয়।
জিমেইলের ওয়েব সংস্করণে হেল্প মি রাইটের পাশাপাশি গুগল নতুন একটি ফিচার ‘পলিশ’ চালু করার পরিকল্পনা করছে। ব্যবহারকারীরা কমপক্ষে ১২ শব্দ লেখার পরেই পলিশ অপশনটি দেখতে পাবেন, যা জেমিনি এআই অ্যাড অন চালু করেই ব্যবহার করা যাবে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই এ সুবিধা জিমেইলের ওয়েব সংস্করণে যুক্ত হবে।
জিমেইলে ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় উত্তর ও ই-মেইল লেখার পরামর্শ দেওয়ার সুবিধা ছিল। তবে নতুন এ সুবিধাগুলোর মাধ্যমে পুরো ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে লেখা সম্ভব হবে, যা ব্যবহারকারীদের ব্যস্ততায় স্বল্প সময়ে প্রয়োজনীয় ই-মেইল পাঠাতে আরও সুবিধাজনক করে তুলবে।