ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় জাল টাকার কারবারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।
বুধবার রাত ৮টার দিকে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে সানজিদা আক্তার তন্নী (২৬) ও সাদ্দাম হোসেন (২৮) নামে দুজনকে আটক করা হয়। পুলিশ জানায়, সানজিদা ওই বাড়িতে ভাড়া থেকে জাল টাকার ব্যবসা পরিচালনা করত।
আজ আশুলিয়া থানার উপ পরিদর্শক জসীমউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে আমবাগান এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ জাল নোট মজুত আছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সানজিদার বাসা থেকে ১০০০ টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয় এবং সানজিদাসহ সাদ্দামকে আটক করা হয়।
অপরদিকে, আটক সানজিদা এবং তার মা ও ভাই জাল টাকার ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সাথেও জড়িত বলে জানা গেছে। তারা এর আগেও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।