ছবি সংগীত
বেশ উৎসবমুখর পরিবেশে জার্মানিতে পালিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরাবরের মতই এবারো পূজার আয়োজনে নিজেদের শামিল করতে পেরে খুশী দেশটিতে বসবাসরত সর্বস্তরের দেবী ভক্তরা।
রাজধানী বার্লিনসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে জমে উঠেছে দুর্গোৎসব। মিউনিখের মাতৃমন্দির, ফ্রাঙ্কফুটের রাইন মাইন বেঙ্গলী কালচারাল অ্যাসোসিয়েশন, ড্রেসডেনের বঙ্গ উৎসব ছাড়াও বার্লিনের বাঙালিদের ৪টি পূজা মণ্ডপে চলছে দেবী ভক্তদের আরাধনা। বার্লিন হিন্দু সোসাইটি, বার্লিনের বাঙালি ও আরো দুটি সংগঠনের পূজা মণ্ডপগুলোতে মহাষষ্ঠীর দিন থেকেই ভক্ত ও পূজারিরা আসছেন দল বেঁধে।
শুক্রবার মহাষ্টমীর দিনে কুমারী পূজায় দেবী ভক্তদের ঢল নেমেছিল। হাজার হাজার ভক্ত-পূজারী ও দর্শনার্থীর উপস্থিতিতে মহাষ্টমীর দিনটি উদযাপিত হয়েছে। এদিন সন্ধ্যায় অঞ্জলী ও প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে মহাষষ্ঠীর দিন থেকে শাস্ত্রপাঠ, শান্তিজল গ্রহণ, সন্ধিপূজা, আরতি, নবপত্রিকা স্থাপন ও অধিবাস অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মত আয়োজন ছিল দুই বাংলার শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।
গত বছরের মত এবারের মহাষষ্ঠীর দিন থেকেই পূজামণ্ডপ গুলোতে দুই বাংলার পূজারিদের বেশ উপস্থিতি ছিল। সবার কণ্ঠে একটাই প্রার্থনা- ‘দেবীর আশীর্বাদে ধরাতল হবে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির’।
সূূএ:বাংলাদেশ প্রতিদিন