রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতাসহ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান। আসামি পক্ষে আইনজীবী ছিলেন এস এম কামাল উদ্দিন।
পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে মিয়া গোলাম পরওয়ারের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।