লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার জামালপুর পুলিশ লাইন্সে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মাসুদ আনোয়ার, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক হাফিজ রায়হান সাদা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় ইসলাম আমাদের সংযমী হওয়ার শিক্ষা দেয়। ঠিক রমজানের এই সংযমী হওয়ার শিক্ষা থেকে সারা বছর যদি নিজেদের এবং সমাজের প্রতিটি মানুষের মাঝে লুকিয়ে থাকা অপরাধকে সংযম করতে পারি, তাহলেই অপরাধমুক্ত একটি সুন্দর সমাজ এবং দেশ গড়া সম্ভব হবে।
ইফতার পূর্ব আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় জামালপুরের বিভিন্ন উপজেলার সার্কেল এএসপি, অফিসার ইনচার্জ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।