সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে দুই নম্বর লাইনটি বন্ধ রাখা হয়েছে।
আজ সকাল ৮টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৮টার দিকে ট্রেনটি আউটার এলাকা পর্যন্ত আসতেই পেছনের একটি বগির সব চাকা লাইনচ্যুত হয়। এতে দুই নম্বর লাইনটি বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। স্বল্প সময়ের মধ্যে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে আশা করছি।