লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংগঠন ইউনাইটেড ক্লাব।
শনিবার বিকালে শহরের নয়াপাড়া এলাকায় ২শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।
এছাড়াও সমাজসেবক জিল্লুর রহমান তরফদার রিপন,ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল- আমিন তরফদার নূপুর, জহুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বলেন- পবিত্র মাহে রমজানের পরে হৃদয়ে আনন্দর বার্তা দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্রতা রক্ষায় সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে দেয়ার যে সুযোগ হতদরিদ্রদের মাঝে ইউনাইটেড ক্লাব করেছে তার জন্য সত্যিকার অর্থেই প্রশংসনীয়। এই ধরনের কাজ সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে এলে দেশ একটি সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে।
Facebook Comments Box