লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্য একজনের আগুনে পুড়ে যাওয়া অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে বিদ্যুৎস্পৃষ্ট এক নারী মৃত্য হয়েছে। শুক্রবার পৃথক এই ঘটনা ঘটে।
জানাগেছে,উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে পাটক্ষেতে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মগে প্রেরণ করেছে।
এছাড়াও উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে খোর্শেদা বেগম (৫৫) নামের এক বিধবা নারীর মৃত্য হয়েছে। তিনি ওই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে নিজ জমিতে পানি দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন খোর্শেদা বেগম। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে পাটক্ষেতে ফেলে গেছে।
দুটি ঘটনারই তদন্ত চলছে। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Facebook Comments Box