ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : সম্প্রতি একটি ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শাহবাগ এবং শাপলা চত্বরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, ২০১৩ সালে যেমন জামায়াত শাপলা চত্বরকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছিল, তেমনি আওয়ামী লীগও শাহবাগ আন্দোলনকে তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। আলম বলেন, যদিও জামায়াত যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের নতুন প্রজন্ম পাকিস্তানপন্থী না হওয়ায় তাদের রাজনৈতিক অধিকার খর্ব করা উচিত নয়। তিনি আরও বলেন, শাহবাগ আন্দোলনে অংশ নেওয়া অনেক তরুণ মূলত যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অংশ নিয়েছিল, কিন্তু পরে তারা মুজিববাদী ধারণা থেকে বেরিয়ে এসে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অংশ নেয়, যা শেষ পর্যন্ত শাসক দলের পতন ঘটাতে সাহায্য করেছিল।
আলম আরও উল্লেখ করেন, তিনি নিজে শাপলা চত্বরে নবীজির প্রতি ভালোবাসা থেকে উপস্থিত ছিলেন, জামায়াতের যুদ্ধাপরাধ বা তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে তার আগ্রহ ছিল না। তিনি বলেন, জামায়াত তাদের কর্মীদের শাপলা চত্বরে ব্যবহার করেছে, ঠিক যেমন আওয়ামী লীগ শাহবাগে আন্দোলনকারীদের ব্যবহার করেছে। আলম অভ্যুত্থান-উত্তর সময়ে একটি সংলাপের সময় শুরু হওয়ার কথা উল্লেখ করে বলেন, শাপলা এবং শাহবাগের কর্মীরা একে অপরকে শত্রু নয়, বরং তারা ফ্যাসিবাদ এবং গণতন্ত্রের প্রতি সম্মান রেখে একসঙ্গে কাজ করতে পারে। তিনি সবার প্রতি আহ্বান জানান, মবোক্রেসি এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে অবস্থান নিতে।