ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট : একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি আগামী ৬ মে ধার্য করেছেন আপিল বিভাগ।
আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এক আদেশে বলা হয়, ৬ মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির অনুমতি দেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি মামলার রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। আরও আগে, ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ শুনানির দিন নির্ধারণ করে। মামলাটি আদালতে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও আসামির পক্ষ থেকে আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিল।