সংগৃহীত ছবি
২০২১ সালে রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছিল পুলিশ। সেই আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন আদালত।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত নতুন দিন ধার্য করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ১৩ জুন আবেদনটি করেন পল্টন থানার এসআই মো. সালাহ উদ্দিন কাদের।
গ্রেফতার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, মামলার বাদী (রুমাম শেখ) ২০২১ সালের ২৬ মার্চ দুপুর সাড়ে ১২টায় মুসল্লিদের সঙ্গে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়তে যান। ফরজ নামাজ শেষে বাদী মসজিদের ভেতরে উচ্ছৃঙ্খল ধর্মান্ধ ব্যক্তিদের জুতা প্রদর্শনসহ রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে দেখেন। ঐদিন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে কয়েক হাজার হেফাজত-জামায়াত-শিবির-বিএনপির কর্মীর উচ্ছৃঙ্খল জমায়েত দেখেন।
আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি মিয়া গোলাম পরওয়ার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার নির্দেশে হেফাজতের অন্য নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। মূল রহস্য উদঘাটন এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি গোলাম পরওয়ারকে গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।
এর আগে, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতার করা হয়। এরপর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়। বর্তমানে কারাগারে আছেন তিনি।