ফাইল ফটো
অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের আলোচিত জাবেদ হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বড় মাঠ এলাকায় র্যাব-১৩ এর সিপিসি-২ (নীলফামারী) ও সিপিসি-১ (দিনাজপুর) ক্যাম্পের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদর উপজেলার নতুনবস্তি এলাকার মোঃ নূর রাব্বী (২৬), মো. আবু তালেব (২৫) ও মো. কামাল হোসেন (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ আগস্ট রাত ৮টার দিকে মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম জাবেদ উমর জয়কে সিনেমা হল মার্কেটের সামনে ডেকে নেয়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।
ঘটনার পর নিহতের বড় ভাই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর–১৪, তারিখ: ০৮/০৮/২০২৫, ধারা–৩০২/১১৪/৩৪ পেনাল কোড)।
এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। পরে র্যাব অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।