জাপানি শিক্ষকদের জন্য বাংলাদেশে জাইকার প্রশিক্ষণ আয়োজন

বাংলাদেশে ‘ওভারসিজ ট্রেইনিং ফর টিচার্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সরাসরি পরিদর্শনের মাধ্যমে জাপানি শিক্ষক ও শিক্ষাবিদদের উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থা এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্পর্কে ধারণা প্রদানে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। সাম্প্রতিক এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে জাপান–বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

উন্নয়নমূলক শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয় সমূহে আগ্রহী জাপানি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য প্রায় ৪০ বছর আগে এক বছরব্যাপী ওভারসিজ ট্রেনিং ফর টিচার্স প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচিতে রয়েছে জাপানে প্রশিক্ষণ, উন্নয়নশীল দেশে ১–২ সপ্তাহের প্রশিক্ষণ এবং দেশে ফেরার পর প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা কর্মসূচি থেকে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ওপর ভিত্তি করে পাঠ ও শিক্ষার উপকরণ তৈরি করেন, নিজেদের বিদ্যালয়ে তা ব্যবহার করেন এবং কার্যক্রমের ওপর প্রতিবেদন তৈরি করেন।

বাংলাদেশ সফরের সময় জাপানি শিক্ষকেরা সরকারি স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, এনজিও পরিচালিত বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও কুমনসহ নানা প্রতিষ্ঠান পরিদর্শ করেন। তারা জাইকা বাংলাদেশ অফিস, সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্র এবং জনস্বাস্থ্য প্রকল্পও পরিদর্শন করেন। এসব অভিজ্ঞতা তাদেরকে বাংলাদেশে শিক্ষা খাত, জনস্বাস্থ্য কার্যক্রম এবং সামগ্রিকভাবে সমাজ ও অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।

এ নিয়ে অংশগ্রহণকারী জাপানি এক শিক্ষক বলেন, ‘প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা এমন সব স্থান পরিদর্শন করেছি, যেখানে সাধারণভাবে আমাদের যাওয়ার কোন সুযোগ নেই। এই অভিজ্ঞতা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমরা জাপানের শ্রেণিকক্ষে আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই, যেন আমাদের শিক্ষার্থীরা সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করতে পারে এবং তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়।’

এই কর্মসূচির মাধ্যমে জাইকা উন্নয়ন শিক্ষা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় শিক্ষকদের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করে যাচ্ছে। বাস্তব বৈশ্বিক অভিজ্ঞতাকে শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে যুক্ত করে জাপানে নতুন প্রজন্মকে বৈশ্বিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির উদ্দেশ্য।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

» রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে: তারেক রহমান

» নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে: তারেক রহমান

» ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা

» জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার

» সাগর রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

» বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে : প্রেস সচিব

» ছোটখাটো বিষয়ে দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, এই সমস্যার স্থায়ী সমাধান চাই: ডিসি মাসুদ আলম

» পানগুছি-বলেশ্বরের রূপালি ইলিশে জেলেপল্লীতে উৎসব, নিম্ন আয়ের মানুষ ইলিশের স্বাদ নিতে পারছে না      

» জাপানি শিক্ষকদের জন্য বাংলাদেশে জাইকার প্রশিক্ষণ আয়োজন

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাপানি শিক্ষকদের জন্য বাংলাদেশে জাইকার প্রশিক্ষণ আয়োজন

বাংলাদেশে ‘ওভারসিজ ট্রেইনিং ফর টিচার্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সরাসরি পরিদর্শনের মাধ্যমে জাপানি শিক্ষক ও শিক্ষাবিদদের উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থা এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্পর্কে ধারণা প্রদানে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। সাম্প্রতিক এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে জাপান–বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

উন্নয়নমূলক শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয় সমূহে আগ্রহী জাপানি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য প্রায় ৪০ বছর আগে এক বছরব্যাপী ওভারসিজ ট্রেনিং ফর টিচার্স প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচিতে রয়েছে জাপানে প্রশিক্ষণ, উন্নয়নশীল দেশে ১–২ সপ্তাহের প্রশিক্ষণ এবং দেশে ফেরার পর প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা কর্মসূচি থেকে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ওপর ভিত্তি করে পাঠ ও শিক্ষার উপকরণ তৈরি করেন, নিজেদের বিদ্যালয়ে তা ব্যবহার করেন এবং কার্যক্রমের ওপর প্রতিবেদন তৈরি করেন।

বাংলাদেশ সফরের সময় জাপানি শিক্ষকেরা সরকারি স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, এনজিও পরিচালিত বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও কুমনসহ নানা প্রতিষ্ঠান পরিদর্শ করেন। তারা জাইকা বাংলাদেশ অফিস, সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্র এবং জনস্বাস্থ্য প্রকল্পও পরিদর্শন করেন। এসব অভিজ্ঞতা তাদেরকে বাংলাদেশে শিক্ষা খাত, জনস্বাস্থ্য কার্যক্রম এবং সামগ্রিকভাবে সমাজ ও অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।

এ নিয়ে অংশগ্রহণকারী জাপানি এক শিক্ষক বলেন, ‘প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা এমন সব স্থান পরিদর্শন করেছি, যেখানে সাধারণভাবে আমাদের যাওয়ার কোন সুযোগ নেই। এই অভিজ্ঞতা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমরা জাপানের শ্রেণিকক্ষে আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই, যেন আমাদের শিক্ষার্থীরা সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করতে পারে এবং তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়।’

এই কর্মসূচির মাধ্যমে জাইকা উন্নয়ন শিক্ষা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় শিক্ষকদের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করে যাচ্ছে। বাস্তব বৈশ্বিক অভিজ্ঞতাকে শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে যুক্ত করে জাপানে নতুন প্রজন্মকে বৈশ্বিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির উদ্দেশ্য।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com