সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশে জাতীয় সরকার গঠন কিংবা নির্বাচন কখন হবে-এটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ইয়াও ওয়েন বলেন, ‘এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র বাংলাদেশের জনগণের রয়েছে। চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল।’
ডিক্যাব আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মঈনুদ্দিন। স্বাগত বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।
চীনা রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক, গভীর ও বহুমাত্রিক। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ নিজস্ব রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখবে এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতিকে সম্মান করে এবং সমর্থন জানায়।’
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক, সাংবাদিক ও বিশ্লেষকরা উপস্থিত ছিলেন।