ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো দেখতে পাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের নিরাপত্তা, সেসব বিষয় এখনো নিশ্চিত হয়নি।
এই নেতা আরও বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছিলাম, শহিদ পরিবার তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠি চার্জ করে এবং বেশ কিছু শহিদ পরিবারের সদস্যরা আহত হন। আমরা সরকারের কাছে শহিদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন, তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছি।
এর আগে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে এদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাশাপাশি বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়, চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।