সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চা শিল্পে বিশেষ অবদানের জন্য জাতীয় চা পুরস্কার পেয়েছেন ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাদের হাতে পুরস্কার তুলে দেন।
বুধবার (২১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার পেলেন যারা-
১. একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগানের পুরস্কার পেয়েছে ‘ডিনস্টন চ বাগান’।
২. সর্বোচ্চ গুণগতমান সম্পন্ন উৎপাদনকারী বাগান হয়েছে ‘মধুপুর চা বাগান’।
৩. শ্রেষ্ঠ চা রপ্তানিকারক হয়েছে ‘দি কনসোলিডেটেড টি এন্ড ল্যান্ডস কো. বাংলাদেশ লিমেটেড’।
৪. শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী হয়েছেন পঞ্চগড়ের এ.বি.এম. আখতারুজ্জামান।
৫. শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান হয়েছে ‘মির্জাপুর চা বাগান’।
৬. বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের সেরা প্রতিষ্ঠান হয়েছে ‘কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড’।
৭. দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানির পুরস্কারও জিতেছে ‘কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড’।
৮. শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী (শ্রমিক সম্পর্কিত পুরস্কার) পেয়েছেন নেপচুন চা বাগানের চা শ্রমিক জেসমিন আক্তার।
৯. সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ‘সুপ্রিম টি লিমিটেড’।
১০. একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মরগেন টি ইন্ডাস্ট্রিজ।
এবছর ১০ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হলেও গত বছর ৮টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।