মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (পাঁচবিবি- জয়পুরহাট সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা রেজিষ্টার এ কে এম রায়হান মন্ডল মনু।
তিনি জেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেন। তিনি দীর্ঘদিন উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন এবং পরে জেলা রেজিষ্টার হিসাবে দায়িত্ব পালন শেষে অবঃসর গ্রহণ করেন।
তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘ দিনেও জয়পুরহাট-১ আসনে কোন শিল্প কলকারখান স্থাপিত না হওয়ায় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়নি।
তরুন ও নতুন ভোটাররা বেশ উজ্জীবিত হয়ে তারা আমাকে ভোট দিবে বলে আমি মনে করি।
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থান সহ জয়পুরহাট-১ আসনে ব্যাপক উন্নয়ন করবেন বলে জানান।