সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি: আপনার দক্ষতার স্রোতধারা স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে ঝর্ণাধারা আইটি সেন্টার ও উন্মুক্ত পাঠাগারের শুভ উদ্বোধন।
রবিবার (১ ডিসেম্বর) বিকেলে শহরের ২ নাম্বার স্টেশন রোডের ময়না বাহার মার্কেটে এ সেন্টার উদ্বোধন করা হয়।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে, নপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কনা মন্ডল।
বিশেষ অতিথি, জেলা বিসিক এর উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ, মহিলা বিষয়ক এর ট্রেনিং কর্মকর্তা ওয়াসিক বিল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন, জয়পুরহাট লেখক ফোরামের সভাপতি কবি আজিজুল হক বিশ্বাস, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব কবি রবিউল ইসলাম সোহেল, সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদ, রেজাউল করিম রেজা ও নারী উদ্যোক্তা মলি আকতারসহ অনেকেই
প্রতিষ্ঠানে আইটি প্রশিক্ষণ, অনলাইন আবেদন সার্ভিস, সেলাই প্রশিক্ষণ, পোশাক কালেকশন ও বিনামূল্যে জ্ঞান আহরণসহ বিভিন্ন সুবিধা রয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ঝর্না আকতার বলেন, আমার এই প্রতিষ্ঠানে যেকোনো বয়সী নারী পুরুষ আইটি প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জন, উন্মুক্ত পাঠাগার থেকে বই পড়ে জ্ঞান-আহরণসহ বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন।
Facebook Comments Box