সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে প্রথমে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও আব্দুল ওয়াহাব প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন জোরদারের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Facebook Comments Box