সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী—সেমাই, চিনি, আটা, দুধ ও চালসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।
আজ সকাল ১০টা থেকে বাসস্ট্যান্ড এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।
জয়পুরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রাইহান উজ্জ্বল প্রধান, ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মোর্তজা শিপলু, সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, দপ্তর সম্পাদক এম এ হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় ৫ হাজারের অধিক শ্রমিকের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হবে।
Facebook Comments Box