সোমবার সন্ধ্যায় পাঁচবিবি স্টেডিয়াম মাঠে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন মন্ডলের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৬ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
পাঁচবিবি পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ সজলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
এসময় আরও বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হোসেন মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদাৎ হোসেন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশের মানুষের মঙ্গল কামনায় দোয়া করা হয়।