ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : রাজশাহী নগরীতে জমিজমা নিয়ে দ্বন্দ্বে নিজ ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার ঘটনায় তার শ্যালককে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে নগরীর শিরোইল রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল- রাজেক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার আসামির নাম মো. এনামুল (৫৫)। তিনি নগরীর পবার ভূগরইল এলাকার মৃত আব্দুস সাত্তারেরে ছেলে। হত্যা মামলার এজহারভুক্ত দুই নম্বর আসামি তিনি।
র্যাব জানায়, গত ২২ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুহুল আমিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগে জমি ভাগাভাগি নিয়ে ধারালো হাসুয়া দিয়ে তার গলার বাম পাশে কোপানো হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনায় শাহমখদুম থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব আরও জানিয়েছে, এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর এক আভিযানিক দল অভিযান পরিচালনা করে ওই হত্যার প্রধান আসামি মো. আমিনুল ইসলাম অরফে মিন্টুকে গত ২৪ মার্চ এয়ারপোর্ট থানাধীন পালপাড়া নামক এলাকা হতে হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়। এর পরপরই হত্যা মামলার ২ নম্বর আসামি এনামুলকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরালো করা হয়। এনামুল দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করে। র্যাব-৫ এর চৌকষ আভিযানিক দল তাকে সর্বদা ছায়া অনুসরণ করতে থাকে। তার প্রেক্ষিতে শনিবার (১৯ এপ্রিল) রাতে র্যাব-৫, অভিযান পরিচালনা করে এনামুলকে রাজশাহী রেলস্টেশলের সামনে হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল- রাজেক বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আরএমপির শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়।